Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

        বগুড়া  শহরের বনানী পর্যটন মোড় হতে কয়েকশত  গজ পশ্চিমে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন  বিএডিসি কমপ্লেক্সের ছায়া সুনিবিড় পরিবেশে অবস্থিত উপ-পরিচালক(বীজ বিপণন) বিএডিসি দপ্তর ।  বিএডিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান । সারাদেশে বিএডিসির বীজ বিপণন বিভাগের আওতাধীন ২২ টি বীজ বিপণন অঞ্চলের মধ্যে উপ-পরিচালক(বীজ বিপণন) বিএডিসি ,বগুড়া দপ্তর অন্যতম ।বগুড়া বীজ বিপণন অঞ্চলে ৩৩৪ জন বীজ ডিলার ও একটি জেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বীজ বিপণন কার্যক্রম পরিচালিত হয় । বিভিন্ন ফসলের প্রায় ৪৫০০ মেট্রিকটন বীজ প্রতিবছর অত্র অঞ্চল হতে সরাসরি কৃষক ও ডিলারের মাধ্যমে কৃষকের মাঝে সরবরাহ করা হয়।